সম্পাদকীয়

চীনের উহান প্রদেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মরণব্যাধি এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে চীনের অন্যান্য প্রদেশসহ অন্যান্য দেশে। বিশ্বের অন্যতম পরাশক্তি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ আজ অসহায়ের মতো এ-ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করছে। চীন সরকার দীর্ঘ দিন ধরে উইঘোর প্রদেশের মুসলমানদের ইতিহাসের সবচেয়ে জঘন্য কায়দায় নির্যাতন করে আসছে। বিনা অপরাধে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। হাজার হাজার মুসলিম মহিলাকে বন্ধ্যা করেছে। ধর্ষণ করেছে অসংখ্য মা-বোনদের। ইউঘোরের এসব মজলুম মুসলমানদের বুকফাটা আর্তনাদ আল্লাহর আরশে আজীমে গিয়ে পৌঁছেছে। অনেক ইসলামী ইসলামী চিন্তাবিদ চীনের এ-ভয়াবহ বিপর্যয়কে ইউঘোর মুসলমানদের নির্যাতনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে গজব বলে অভিহিত করেছেন। যুগে যুগে আল্লাহর প্রিয় নবী ও তাঁর বান্দাহদের নির্যাতনকারীরা যেমন আল্লাহর ক্রোধ থেকে রেহাই পায়নি তেমনি চীন সরকারের আকাশচুম্বী দম্ভও আল্লাহ একেবারে চূর্ণ করে দিলেন করোনা ভাইরাস দিয়ে। আল্লাহ চীন সরকারকে হেদায়েত দান করুন এবং চীনের মানুষসহ আমাদের সবাইকে এই ভাইরাসের কবল থেকে হেফাজত করুন।
পরিশেষে, মাসিক অভিযাত্রিকের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ সকলকে জানাই একুশে শুভেচ্ছা।

Comments

comments

About